• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

এতো বড় ভূমিকম্প আগে কখনো অনুভব করিনি : অপি করিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ১০:৪৯ এএম
এতো বড় ভূমিকম্প আগে কখনো অনুভব করিনি : অপি করিম
অভিনেত্রী অপি করিম। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ৮। সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে নিজের অনুভূতি শেয়ার করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। 

এক ফেসবুক পোস্টে অপি করিম লেখেন, “এতো বড় ভূমিকম্প আগে  কখনো অনুভব করিনি!”

এদিকে ভূমিকম্পে কেমন অনুভূতি হয়েছিল তা নেটিজেনরা অভিনেত্রীর পোস্টে মন্তব্য করে জানাচ্ছেন। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা জানা ৫.২ জানা গেলেও পরবর্তিতে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।

Link copied!