• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্মাতা সোহানের মৃত্যুর খবর শুনেই কাঁদতে শুরু করেন মৌসুমী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০২:৩৫ পিএম
নির্মাতা সোহানের মৃত্যুর খবর শুনেই কাঁদতে শুরু করেন মৌসুমী
নির্মাতা সোহানুর রহমান সোহান-মৌসুমী। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনয়শিল্পী, পরিচালক-প্রযোজকসহ সংশ্লিষ্টরা। নির্মাতার মৃত্যুর খবর শুনেই কাঁদতে শুরু করেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে নির্মাতা সোহানুর রহমান সোহানের মৃত্যুর খবরে মৌসুমী বলেন, “গতকাল ভাবী মারা গেলেন। আর আজ শুনি ওস্তাদ সোহানও নেই।” এরপরই হাউমাউ করে কেঁদে উঠেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এরপরই স্বামী ও চিত্রনায়ক ওমর সানীর কাছে ফোন ধরিয়ে দেন এ অভিনেত্রী। ওমর সানী সোহানুর রহমান সোহানের আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে তার জন্য দোয়া করতে বলেন।

বাংলাদেশের কালজয়ী সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। ১৯৯৩ সালের ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবি। যেই ছবি নির্মাণ করেছিলেন সোহান। তার হাত ধরেই অভিষেক ঘটেছিল মৌসুমী ও সালমান শাহ’র। এই সিনেমার নায়ক প্রয়াত হয়েছেন অনেক আগেই। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন সোহানও।

দেশের বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।

সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুইবার সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন।

Link copied!