• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

তাহসান-রোজার বিয়ে নিয়ে কথা বললেন মিথিলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৭:১১ পিএম
তাহসান-রোজার বিয়ে নিয়ে কথা বললেন মিথিলা
রোজা আহমেদ, তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও  মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে নিয়ে কয়েকদিন তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে। তবে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাহসানের  প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশীদ মিথিলা বিয়ে নিয়ে কিছু বলেন কিনা।

তবে তিনি চুপ ছিলেন এ বিষয়ে। এবার তাহসানের বিয়ে প্রসঙ্গে কথা বললেন মিথিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন মিথিলা। বিয়ে নিয়ে মিথিলার কিছু বলার আছে কিনা জাওনতে চাইলে তিনি বলেন, ‘বিয়ে নিয়ে আমার কিছুই বলার নাই। এটা নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো। যার জীবনের ঘটনা, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার কিছুই বলার থাকতে পারে না।’

মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ছিল তাহসানের। ২০১৭ সালে তাদের সেই সংসারে বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা।

অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘসময় একাই ছিলেন তাহসান।  অবশেষে ২০২৫ সালের শুরুতেই রোজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন এই গায়ক।  

Link copied!