কয়েক মাস ধরে ভারতের শোবিজে ঘটছে একের পর এক ‘আত্মহত্যা’র ঘটনা। রহস্যজনক এমন মৃত্যুর মিছিলে সর্বশেষ নাম ৩৫ বছর বয়সী উদীয়মান কন্নড় অভিনেতা সম্পথ জে রাম। শনিবার (২২ এপ্রিল) বেঙ্গালুরুর রুরাল জেলার নেলামঙ্গলার নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন সম্পথ। নিহত অভিনেতার পরিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন তিনি।
বেশ কয়েক মাস ধরে ভারতের শোবিজে এমন অকাল মৃত্যুর ঘটনা বাড়ছে। এটি রূপ নিয়েছে এক রহস্যজনক প্রবণতায়। সম্প্রতি অকাল মৃত্যু হয়েছে অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। তার মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেছে পুলিশ। এর বেশ কয়েক বছর আগে রহস্যজনক মৃত্যু হয় বলিউডের উদীয়মান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। একই ঘটনা ঘটছে টলিউডে। অকালে অভিনেত্রী পল্লবী দের মৃত্যু হয়। গত বছরের ডিসেম্বরে মৃত্যু হয় ভারতের টেলিভিশনের জনপ্রিয় তারকা অভিনেত্রী তুনিশা শর্মার।
ভারতের শোবিজে একের পর এক ঘটতে থাকা অকাল মৃত্যুর মিছিলকে উদ্বেগজনক বলা যায়। প্রাথমিকভাবে প্রতিটি ঘটনাকে আইন-শৃঙ্খলা বাহিনী আত্মহত্যা হিসেবে প্রচার করে। কিন্তু এসবের মামলা ও তদন্তে বের হয়েছে আসে আরেক সত্য। কিন্তু এখন পর্যন্ত একটি রহস্যজনক মৃত্যুরও পুরো বিচার প্রকাশ্যে আসেনি।
আবার এ প্রবণতায় কিছু ক্ষেত্রে দেখা যায়, ভারতের শোবিজে অকাল মৃত্যুর শিকার হওয়ারা পেশাজীবনে অত্যন্ত চাপে থাকেন। তাদের মধ্যে ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা ভর করে। ব্যক্তিজীবনে তারা হতাশ। বেঁচে থাকার স্বতস্ফূর্ত উচ্ছ্বল বাসনা তারা হারিয়ে ফেলেন। তখন তারা বেছে নেন চরম পথ। শোবিজে কর্মরতদের এমন আত্মবিনাশের মনস্তত্ত্ব স্পষ্ট হয়ে উঠছে না এখন পর্যন্ত। কিন্তু অকাল মৃত্যু স্বজনদের হৃদয়ে যে আঁচড় রাখে তাকে কম গভীর বলা যায় না কোনোভাবেই।