• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘দশম অবতার‍‍’ সিনেমায় নতুন লুকে জয়া আহসান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০১:৪৩ পিএম
‘দশম অবতার‍‍’ সিনেমায় নতুন লুকে জয়া আহসান
জয়া আহসান। ছবি: সংগৃহীত

জয়া আহসান এই নামটি এখন বেশ পরিচিত। এক সময় এপার বাংলা অর্থাৎ বাংলাদেশে তার কাজ সীমাবদ্ধ থাকলেও এখন তিনি এপার বাংলার গণ্ডি পেরিয়ে কাজ করছেন ওপার বাংলাতেও। অভিনেত্রীর বয়স এখন ৩৯। তবে দেখে বোঝার উপায় নেই। জয়ার বয়স যত বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার  গ্ল্যামার। সম্প্রতি নতুন এক লুকে দেখা দিলেন ঢালিউডের গ্ল্যামার গার্ল জয়া আহসান।

সৃজিত মুখার্জি পরিচালিত ‍‍‘দশম অবতার‍‍’ সিনেমার ফাস্ট নতুন লুকে দেখা গেছে জয়া আহসানকে। বুধবার (৬ সেপ্টেম্বর) সিনেমাটির চারটি চরিত্রের লুক প্রকাশ করেছে জিও স্টুডিওস ও এসভিএফ এন্টারটেইনমেন্ট। ‍‍ ‍‍‘২২ শে শ্রাবণ‍‍’ সিনেমার প্রিক্যুয়েল সিনেমা ‍‍‘দশম অবতার‍‍’। জয়ার পাশাপাশি সিনেমাটির অন্য অভিনেতা প্রসেনজিৎ, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যকেও নতুন লুকের দেখা মিলেছে।

প্রকাশ হওয়া লুকে মেরুন রঙের জ্যাকেট, খোলা চুলে কঠোর দৃষ্টিতে ধরা দিলেন জয়া আহসান। সৃজিত মুখার্জির কপ ইউনিভার্সের প্রথমবারের মতো কোনো নারী পুলিশের দেখা মিলল, চরিত্রটি ধারণ করেছেন জয়া।

জানা গেছে, সিনেমার সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত। আসছে দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান।

জয়া আহসান ‍‍‘কড়ক সিং‍‍’ নামে হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। এটি তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা। হিন্দি ভাষায় সিনেমাটি নির্মাণ করবেন কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। যেখানে নাম ভূমিকায় রয়েছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এবং মুখ্য ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। জয়া-পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও সিমেনাটিতে অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। এ ছাড়া পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই সিনেমাতে।

Link copied!