• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২, ২৬ সফর ১৪৪৬

‘এবার তাদের মুখোশ উন্মোচনের সময় এসেছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০১:৫৭ পিএম
‘এবার তাদের মুখোশ উন্মোচনের সময় এসেছে’
চিত্রনায়িকা মুনমুন। ছবি: ফেসবুক থেকে

‘গুটি কয়েক দালাল শিল্পীদের জন্য আজ আমাদের চলচ্চিত্রের বদনাম হচ্ছে, এবার তাদের মুখোশ উন্মোচনের সময় এসেছে’ বলে মন্তব্য করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে অনাকাঙ্খিত এক ঘটনার সাক্ষী হয়েছিলেন মুনমুন। নির্বাচনের দিনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানের সঙ্গে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিষয়টি নিয়ে জায়েদের প্রতিদ্বন্দী প্রার্থী চিত্রনায়িকা নিপুণের পক্ষ থেকে অভিযোগ ওঠে, জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে ভরেছেন এই অভিনেত্রী। যা নিয়ে সেসময় কম আলোচনার সৃষ্টি হয়নি।

যদিও মুনমুনের দাবি ছিল, নির্বাচনের দিন জায়েদ খানের সঙ্গে কুশল বিনিময়ের সময় ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকা নয়, নিজের ব্যবহৃত কালো মাস্কটি রেখেছিলেন তিনি। তবুও অভিযোগ থেকে রেহাই পাননি। ‘টাকা নেওয়ার’ অভিযোগে অসম্মানিত হতে হয়েছে অভিনেত্রীকে। যার কারণে চলতি মেয়াদের নির্বাচনে ভোটে দিতে আসেননি তিনি।

এতদিন এ বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার তাদের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে মুনমুন লেখেন, ‘একজন শিল্পী হিসেবে আমি তেমন বড় কেউ নই।  বাংলা চলচ্চিত্রের একজন নগন্য নায়িকা ছিলাম।  কোন দিন রাজনীতির সাথে জড়াইনি বা সেরকম ইচ্ছাও আমার নেই।  তবে আওয়ামিলীগের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে তাদের দালাল কিছু শিল্পীর কাছে অপমানিত হয়েছি। খুব শীঘ্রই শিল্পী সমিতির কাছে সেসব শিল্পীর নামে বিচার দেবো।  শিল্পী সমিতি যদি রাজনীতিমুক্ত স্বায়ত্তশাসিত হয়ে থাকে তাহলে আমার অপমানিত হবার উত্তর অবশ্যই তারা দেবেন বলে আশা করছি।

সবশেষে এটাই বলতে চাই আমরা  শিল্পীরা সবার। শিল্পী দেখলেই তাকে অপমান করা বা তাকে দালাল মনে করা ভুল হবে। আমার মতো এরকম অনেক শিল্পী আছেন যারা কোনদিন রাজনীতি করেন নাই বা রাজনীতি বোঝেনও না। হয়তো ভয় পেয়ে ভীত হয়ে অনেকেই প্রতিবাদ করার সাহস পায়নি। সকল শিল্পীরা যেন সহজে কাজ করতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে।

মুনমুন এই মুহর্তে কলকাতায় রয়েছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন দেশে ফিরেই লিখিত অভিযোগ করবেন দালাল কয়েকজন শিল্পীদের বিরুদ্ধে। গুটি কয়েক দালাল শিল্পীদের জন্য আজ আমাদের চলচ্চিত্রের বদনাম হয়েছে। ক্ষমতাশীল লোকদের সাথে সখ্যতা করে অনৈতিক কাজ করতেন তারা। 
জানা গেছে, হেয় প্রতিপন্ন করে সংবাদ মাধ্যমে কথা বলেছিলেন বিতর্কিত চিত্রনায়িকা নিপুণ আক্তার ও সাদিয়া মির্জা। তাদের নামেই শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করতে যাচ্ছেন মুনমুন।

 

 

 

 

 


 

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!