• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘এ আমি কোথায় এসে পড়লাম, ভাবলে এখনো ভয় লাগে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ১২:২৭ পিএম
‘এ আমি কোথায় এসে পড়লাম, ভাবলে এখনো ভয় লাগে’
অভিনেত্রী নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। বিশ্বজুড়ে তার পরিচিতি। কানাডা থেকে ভারতের মুম্বাইয়ে এসে গড়েছিলেন ক্যারিয়ার। তবে সেই পথ খুব সহজ ছিল না। বলিউডে নিজের ভিত তৈরি করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল নোরাকে। পকেটে টাকা ছিল না; নয় জনের সঙ্গে ঠাসাঠাসি করে এক ফ্ল্যাটে থাকতে হয়েছে।  

নোরা বলেন, `পকেটে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ভারতে এসেছিলাম আমি। একটি তিন কামরার ফ্ল্যাটে উঠি। তিন কামরার সেই ফ্ল্যাটে নয়জন মানসিকভাবে অসুস্থ মানুষের সঙ্গে থাকতাম। আমার ঘরে আরও দুটি মেয়ে থাকত। সেই সময় ভাবতাম, ‘এ আমি কোথায় এসে পড়লাম!’ এখনো ভাবলে ভয় লাগে।

খাওয়া-দাওয়ার সঙ্গেও সেই সময় আপস করতে হয়েছিল নোরাকে। খাবার বলতে ছিল শুধু ডিম আর পাউরুটি। যা রোজগার হত, তার অধিকাংশই দিয়ে দিতে হত তার ‘ট্যালেন্ট এজেন্সি’কে। নোরার কথায়, ‘খুব কঠিন সময় ছিল সেটা। এই লড়াইও খুব কষ্টের ছিল।’ খবর আনন্দবাজার অনলাইন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!