কোটা সংস্কার নিয়ে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসে রহস্যময় ‘আয়না ঘর’। জানা গেছে, সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্দি মুক্তি পেয়েছেন। ‘আয়নাঘর’ নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে। বেশ কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় সেই ভয়াবহ দিনের বর্ণনা দিয়েছেন।
এবার সেই রহস্যময় ‘আয়নাঘর’ নিয়ে সিনেমা নির্মানের ঘোষণা দিয়েছেন ‘ইন্দুবালা’খ্যাত নির্মাতা জয় সরকার। সিনেমার নাম ‘আয়নাঘর’। এমনকি তিনি দুদিন আগে জানিয়েছিলেন সিনেমার নায়িকা হিসেবে থাকবেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কিন্তু বিপত্তি বাধায় এবার নায়িকা। তিনি জানালেন এই সিনেমায় তিনি অভিনয় করছেন না।
কেয়া পায়েল বলেন, ‘আমি কিছুই জানি না। কীভাবে কথাটা ছড়িয়েছে তা-ও জানি না। এবং আমি সিনেমাটি করছি না।’
এদিকেেএই নিয়ে পরিচালক ফেসবুকে লেখেন- কেয়া পায়েল সত্যি সত্যি তার ‘আয়নাঘর’-এ ঢুকছেন না।
এদিকে প্রযোজক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেছেন জয় সরকার। নিজের ফেসবুকে নিবন্ধনকালীন ছবি প্রকাশ করেছেন জয়। লিখেছেন, সেই বিভীষিকাময় দিনগুলো নিয়ে আমার চলচ্চিত্র ‘আয়নাঘর’ । সবার সহযোগিতা কামনা করছি। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে রেবিট এন্টারটেইনমেন্ট ।