• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

আমি নায়ক দেখে সিনেমা করি না: দীঘি


মেজবা রহমান
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ১১:৫৩ এএম
প্রার্থনা ফারদিন দীঘি

ছোট দীঘি বড় হয়েছেন। সিনেমার নায়িকা হিসেবেও নাম লিখিয়েছেন। তার নামের আগে শিশুশিল্পীর জায়গায় লেখা হয় চিত্রনায়িকা। দিনদিন তার অনুরাগীরা সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে নায়ক দেখে সিনেমা করেন না বলে জানিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি ‘বাংলাদেশ আসিভার্স এওয়ার্ড ২০২৩’-এ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

বর্তমানে দিঘীকে সিনেমাতে কম দেখা যাচ্ছে, এমন প্রশ্নের উত্তরে দিঘী বলেন, ‘‘একজন অভিনয়শিল্পীর জীবনে সে ছেলে হোক কিংবা মেয়ে তাকে অনেক স্ট্রাগল করতে হয়, সো আমাকেও করতে হবে। আমি নায়ক দেখে সিনেমা করলে তো অনেক কাজই করতে পারতাম। আমি তো গল্প দেখে সিনেমা করি, সে জন্যই কম দেখা যায় আমাকে।’’

দীঘী আরও বলেন, ‘‘একজন অভিনয়শিল্পীর জীবনে সে ছেলে হোক কিংবা মেয়ে তাকে অনেক স্ট্রাগল করতে হয়, সো আমাকেও করতে হবে। আমি নায়ক দেখে সিনেমা করলে তো অনেক কাজই করতে পারতাম। আমি তো গল্প দেখে সিনেমা করি, সে জন্যই কম দেখা যায় আমাকে।’’

কাদা-ছোড়াছুড়িকে সাপোর্ট করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, ‘‘কাদা-ছোড়াছুড়িকে আমি একদমই ভালো হিসেবে দেখি না। আমরা দুজন মানুষ যখন একই ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, সো কাদা ছুড়লে কিন্তু আমার ইন্ডাস্ট্রিতেই পড়বে। আমি কখনোই এটাকে সাপোর্ট করি না। তবে কাদা ছোড়াছুড়ি করলে যদি একটা সিনেমা মানুষ বেশি দেখে তাতে আমার কোনো ক্ষতি নেই। সেটা তো আমার সিনেমারই লাভ।’’

 

 

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!