• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

প্রধানমন্ত্রীর নির্দেশেই নির্বাচনে অংশগ্রহণ করছি না: শাকিল খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩, ১২:৪৬ পিএম
প্রধানমন্ত্রীর নির্দেশেই নির্বাচনে অংশগ্রহণ করছি না: শাকিল খান
চিত্রনায়ক শাকিল খান। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে চলচ্চিত্র জগতের অনেকেই বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিল খান। তবে গুঞ্জন ছিল, দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন এই অভিনেতা। এ বিষয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে শাকিল খান বলেন, “নেত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার জন্য। এ কারণেই নির্বাচনে অংশ নিচ্ছি না। নির্বাচনে অংশ না নিলেও আমার আসনে আওয়ামী লীগের পক্ষে কাজ করব।”

চিত্রনায়ক আরও বলেন, “আমি নেত্রীর সঙ্গে দেখা করেছি। উনি (প্রধানমন্ত্রী) আমাকে বলেছেন, ‘শাকিল আমি তোমার বিষয়টি ভেবেছি। তোমার জন্য ভালোকিছু অপেক্ষা করছে।”

এদিকে বাগেরহাট যে আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান। সেই আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন হাবিবুন নাহার।

Link copied!