• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

আপনারা কয়জন একদম থামলেনই না: জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৪:১৮ পিএম
আপনারা কয়জন একদম থামলেনই না: জয়
শাহরিয়ার নাজিম জয়। ছবি: সংগৃহীত

জনপ্রিয় উপস্থাক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করে যাচ্ছেন তিনি। তবে সব ছাপিয়ে তার বড় গুণটি হচ্ছে, তিনি নিজেকে কখনো লুকান না।

নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করেন অকপটে। প্রয়োজনে প্রকাশ্যে ক্ষমা চাইতেও তিনি দ্বিধা বোধ করেন না।

জয় তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আমি প্রথম বলেছিলাম অধিকাংশ শিল্পীদের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি চেয়েছি। ভুল কম বেশি সবাই করেছি। কিন্তু আপনারা কয়জন একদম থামলেনই না। কোনো শিল্পী বিপদে না পড়ুক এই কামনা রইল।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বেশ কটাক্ষের শিকার হয়েছেন শাহরিয়ার নাজিম জয়। এজন্য সহকর্মীরা তাকে এড়িয়ে চলছেন, এমনকি তিনি কাজও হারিয়েছেন বলে জানিয়েছিলেন।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত রাজনৈতিক স্যাটায়ার ‘৮৪০’ চলচ্চিত্রে শাহরিয়ার নাজিম জয়কে দেখা গিয়েছিল। শুরু করেছিলেন টেলিভিশন নাটকের অভিনয় দিয়ে। সেখান থেকে ‘জীবনের গল্প’র মাধ্যমে চলচ্চিত্রে প্রথম কাজ করেন। পরে ‘এই যে দুনিয়া’, ‘গ্রাম গঞ্জের পিরীত’, ‘পাষাণের প্রেম’ ছবিগুলোতে অভিনয় করেন তিনি। তারপর আসেন নির্মাণে। ‘প্রার্থনা’ ছবি নির্মাণ জয়। সব মাধ্যমে মোটামুটি পরিচিতি পাওয়ার পর উপস্থাপনা দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন তিনি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!