• ঢাকা
  • শনিবার, ০২ ডিসেম্বর, ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

নৌকার মনোনয়ন ফরম কিনলেন নায়িকা শিমলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০৮:১৩ পিএম
নৌকার মনোনয়ন ফরম কিনলেন নায়িকা শিমলা

‘ম্যাডাম ফুলী’ খ্যাত চিত্রনায়িকা সামসুন্নাহার শিমলা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে ঝিনাইদেহ-১ আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিতরণের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল বাসার।

ঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িকা শিমলা ১৯৯৯ সালে মুক্তি পাওয়া প্রথম ছবিতেই শ্রেষ্ঠ অভিনেত্রীর ক্যাটাগরিতে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শহীদুল ইসলাম খোকন পরিচালিত সেই ছবির নাম ‘ম্যাডাম ফুলি’। সেই থেকে ‘ম্যাডাম ফুলি’ নামেই চলচ্চিত্রে শিমলার পরিচিতি। তার সর্বশেষ অভিনীত ছবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’, যার পরিচালক রুবেল আনুশ।

Link copied!