• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

পাঁচ তারকা হোটেলে গ্রেপ্তার বিখ্যাত মার্কিন র‍্যাপার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৫:১১ পিএম
পাঁচ তারকা হোটেলে গ্রেপ্তার বিখ্যাত মার্কিন র‍্যাপার
মার্কিন র‍্যাপার ট্র্যাভিস স্কট। ছবি: সংগৃহীত

প্যারিসের একটি পাঁচ তারকা হোটেল থেকে গ্রেপ্তার বিখ্যাত মার্কিন র‍্যাপার ট্র্যাভিস স্কট। শুক্রবার (৯ আগস্ট) হোটেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ফরাসি প্রসিকিউটর রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে পাঁচ তারকা হোটেল জর্জ ভি-এর নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় ট্র্যাভিস ও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর। এ বিষয়ে ফৌজদারি তদন্ত চলছে।

একাধিক গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় মদ্যপ ছিলেন ৩৩ বছর বয়সি ট্র্যাভিস স্কট। তবে ঘটনার প্রেক্ষিত কথা বলতে ট্রাভিসের সঙ্গে যোগযোগ করেও কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

এর আগে গত জুন মাসে মদ্যপ অবস্থায় যুক্তরাষ্ট্রের মায়ামি বিচ মেরিনায় একটি ইয়টে ক্রুদের সঙ্গে বিবাদে জড়িয়ে গ্রেপ্তার হন ট্র্যাভিস। গ্রেপ্তারের পর এ গায়ককে মায়ামি কাউন্টি কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে জেল থেকে মুক্তি পান তিনি। ১০ বারের মত গ্র্যামি পুরস্কার মনোনীত হয়েছিলেন ট্র্যাভিস। তিনি বিশ্বের সবচেয়ে বড় হিপ-হপ অ্যাক্টের একজন।- বিবিসি
 

Link copied!