• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

বাঙালি প্রত্যেক মেয়ের মধ্যে শেখ হাসিনা আছে : নুসরাত ফারিয়া


মেজবা রহমান
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ০৪:২২ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়েছেন এই অভিনেত্রী। সিনেমার প্রিমিয়ারে এসে সংবাদকর্মীদের জানান, বাঙালি প্রত্যেক মেয়ের মধ্যে একজন শেখ হাসিনা আছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর মহাখালীতে অবস্থিত সিনেপ্লেক্সে এসে মুজিব সিনেমায় কাজের নানা অভিজ্ঞতা শেয়ার করেন নুসরাত ফারিয়া। অভিনেত্রীর জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের বিষয়টি জানার পর নিজেকে দেশের সবচেয়ে সৌভাগ্যবান মনে হয়েছিল। কারণ, এখন পর্যন্ত কেউ পর্দায় তার চরিত্রে অভিনয় করেনি। কাজ করার সময় মনে হয়েছিল, আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। তার সরলতা, তার মিষ্টিভাব, তার ইনোসেন্স, পরিবারের প্রতি ভালোবাসা, সব কিছু মিলিয়ে প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে।’

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিনেমাটি দেখার সুযোগ হয়েছিল ফারিয়ারও। সে অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে সিনেমাটা দেখার সুযোগ হয়েছে। আমি যেখান থেকে দেখছিলাম, তার ঠিক পেছনেই বসে ছিলেন। তো যে মুহূর্তেই আমি পর্দায় আসছিলাম, চুপিসারে পেছনে তাকিয়ে তাকে দেখছিলাম, তার কী এক্সপ্রেশন। সিনেমা শেষে যখন তাকে জিজ্ঞেস করলাম, আমি কি করতে পেরেছি? তিনি সুন্দর একটা হাসি দিয়ে বলেছেন, ‘তুমি খুব ভালো কাজ করেছো। অনেক মিষ্টি লেগেছে।’’

নুসরাত ফারিয়া আরও বলেন, “ভবিষ্যতে যদি আর কোনোদিন অভিনয় নাও করি, তাহলে আক্ষেপ থাকবে না। এই চরিত্রে অভিনয় করা জীবনের বড় প্রাপ্তি।’’

ভারতের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বহুল প্রতীক্ষিত এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। যেটা সাম্প্রতিক সময়ে ঢালিউডের যে কোনো সিনেমার মুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ এবং রেকর্ড।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনেতা আরিফিন শুভ ছাড়াও ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

Link copied!