• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘বিগ বস ২’ বিজয়ী হলেন এলভিস যাদব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ০২:০২ পিএম
‘বিগ বস ২’ বিজয়ী হলেন এলভিস যাদব
সালমান খান ও ‘বিগ বস ওটিটি-২’ বিজয়ী এলভিস যাদব, ছবি: সংগৃহীত

সালমান খানের সঞ্চালনার  ‘বিগ বস’ মানেই উত্তেজনা ভরপুর। ওটিটি-তেও বেশ জনপ্রিয়তা পাওয়া ‘বিগ বস ওটিটি’-র দ্বিতীয় সিজন ইতিমধ্যে শেষ হয়েছে। তুমুল লড়াই, নানা নাটকীয়তা ও প্রতিযোগিতা পেরিয়ে অবশেষে ‘বিগ বস ওটিটি-২’ সেরার শিরোপা জয় করেছেন এলভিস যাদব। পেয়েছেন ট্রফি ও ২৫ লাখ রুপি নগদ অর্থ।

ভারতীয় সংবাদমাধ্যম  ‘এই সময়’এক প্রতিবেদনে জানিয়েছে, ‘বিগ বস ওটিটি ২’ সেরাদের তালিকায় ছিলেন এলভিস যাদব, অভিষেক মালহান, মনীষা রানি, পূজা ভাট এবং বেবীকা ধ্রুবে।  তবে, টানটান লড়াইয়ের পর এলভিস যাদবের মাথায় উঠেছে সেরার মুকুট। লাইভে এসে বিজয়ীর নাম ঘোষণা করেন বলিউড ভাইজান। দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক মালহান।

সোমবার (১৪ আগস্ট) রাত ৯টা থেকে অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে সরাসরি দেখা গেছে জিও সিনেমায়। অন্যান্য ক্ষেত্রে এমন ধরনের অনুষ্ঠানের ফিনালে এয়ার করা হয় সপ্তাহের শেষে। প্রত্যেকবারের মতো এবারের ফিনালেতেও হাজির হয়েছিলেন অতিথিরা। অতিথি হিসেবে ছিলেন আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডে। বিশেষ এক পর্বের মাধ্যমে শেষ হয়েছে ‘বিগ বস ওটিটি ২’ এর সিজন। 

Link copied!