• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

‘শুধু গান করলে হবে না, শরীর ফিট রাখতে হবে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ১২:৩৭ পিএম
‘শুধু গান করলে হবে না, শরীর ফিট রাখতে হবে’

‘স্বাস্থ্যই সকল সুখের মূল’, শৈশব থেকে এই কথাটি শুনে এলেও স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা সময় দেওয়া অথবা যত্ন করা হয়ে ওঠে না অনেকেরই। কিন্তু সময়ের পালাবদলে বাংলাদেশেও সুস্বাস্থ্য এবং আকর্ষণীয় শরীর গঠনের জন্য সচেতনতা বেড়েছে।

বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে বেশ ভালো সাড়া পড়েছে বিষয়টিতে। সে জন্য নিয়মিতই ব্যায়ামাগারমুখী হচ্ছেন অর্থাৎ জিমে ছুটছেন তারা। এবার জিমে ব্যায়ামাগারমুখী হলেন গায়ক কদ্দুস বয়াতি। তার মতে, “শরীর ঘামায়া ফিট রাখতে হবে। তাই আমি ব্যায়াম করি।”

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছিল। যেখানে দেখা গেছে, রীতিমতো জিমে গিয়ে শরীর চর্চা করছেন কুদ্দুস বয়াতি।

এ বিষয়ে কুদ্দুস বয়াতি বলেন, “আমি এখন যোগব্যায়াম করছি। জিমেও যাওয়া হয়। তবে যোগব্যায়ামটাই আমার আসল। শুধু গান করলে হবে না। শরীর ফিট রাখতে হবে। এই জন্য ঘাম ঝরাতে হবে। আমি ব্যায়াম করে ঘাম ঝরাই।”

বয়াতি আরও বলেন, “এখন আমি গ্রামে আসছি (নেত্রকোনার কেন্দুয়া)। গ্রামে তো আর জিম নাই। তাই এইখানে আমি নিজের মতো করে ব্যায়াম করি। আবার ঢাকা গেলে জিমে ব্যায়াম শুরু করব।”

গ্রামগঞ্জে ঘুরে পালাগান গাওয়া বয়াতিকে সারা দেশে পরিচয় করিয়ে দেন হুমায়ূন আহমেদ। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণামূলক বিজ্ঞাপন ‘এই দিন দিন নয়, আরও দিন আছে’ গানটি করে জনপ্রিয়তা পান তিনি। তার পরিচিতি দেশ ছাড়িয়ে ছড়ায় বিদেশেও। এ পর্যন্ত ৪৭টি দেশে গেছেন। মডেল হয়েছেন ৪০টির মতো বিজ্ঞাপনেও।
 

Link copied!