• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা নিয়ে ডিপজলের কথা সত্য হলো


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ০২:১৯ পিএম
দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা নিয়ে ডিপজলের কথা সত্য হলো
ডিপজল। ছবি: সংগৃহীত

বাংলাদেশে মুক্তির পর রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বলিউড ভাইজান সালমান খানের সর্বশেষ সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। শুক্রবার (২৫ আগস্ট) দেশের ৩২টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলেও দর্শক টানতে পারেনি সিনেমাটি।

এদিকে দেশে যখন হিন্দি সিনেমা মুক্তি দেয়ার তোড়জোর চলে, তখনই ডিপজল একবাক্যে বলেছিলেন, “আমাদের দেশে হিন্দি সিনেমা দর্শক দেখবে না।”

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিপজল আবারও বলেন, “আমি এ কথা আগে বলেছি, এখনও বলছি, হিন্দি সিনেমা আমাদের দেশের জন্য না। দর্শক টিভিতে বা অনলাইনে হিন্দি সিনেমা দেখতে পারে, তবে টিকেট কেটে হলে গিয়ে হিন্দি সিনেমা দেখবে না।”

ঢালিউড চলচ্চিত্রের শক্তিমান এ অভিনেতা আরও বলেন, “এ সপ্তাহে যে হিন্দি সিনেমাটি মুক্তি পেয়েছে, সেটা দর্শক একদমই দেখছে না। অনেক দর্শক জানেও না একটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। আমাদের দেশে আজ থেকে বিশ-বাইশ বছর আগেও অমিতাভ, শাহরুখ খান অভিনীত সিনেমা উৎসব করে চালানো হয়েছিল। সেগুলোও দর্শক দেখেনি। অমিতাভের বাগবানের মতো সিনেমা চলেনি।”  

দেশের দর্শকদের চাহিদা প্রসঙ্গে ডিপজল বলেন, “আমাদের দর্শক আমাদের চেনা সমাজ, পরিবার ও সংস্কৃতির গল্পের সিনেমাই হলে গিয়ে দেখে। এসব সিনেমার গল্পের সঙ্গে তাদের জীবনের গল্প খুঁজে পায়। তাদের কাছে আপন মনে হয়। হিন্দি সিনেমার গল্প তাদের কাছে অচেনা। ফলে তারা হিন্দি সিনেমা দেখতে চায় না।”

বলিউডভিত্তিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী সালমান খানের সিনেমা বাংলাদেশে মুক্তির প্রথম দিনে মাত্র দুই লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে প্রায় ২২৫ কোটি রুপিতে নির্মিত ‘কিসি কা ভাই কিসি কি জান’সিনেমাটি ভারত থেকে মাত্র ১১০ কোটি ৫৩ লাখ রুপি কালেকশন করতে পেরেছিল। বিশ্বব্যাপী কালেকশনের পরিমাণ ১৮২ কোটি রুপি।

Link copied!