• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০১:৫৯ পিএম
দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান
দীপিকা-রণবীর। ছবি: সংগৃহীত

বলিউডের তারকা দম্পতি  দীপিকা-রণবীরের কোলে এল ফুটফুটে এক কন্যা সন্তান। এটা তাদের প্রথম সন্তান। রোববার (৮ সেপ্টেম্বর) দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে সন্তানের জন্মদেন দীপিকা পাড়ুকোন। মা ও সন্তান সুস্থ আছেন বলেই জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। 

সামাজিক মাধ্যমে সন্তানের জন্মের খবর এখনও নিজেরা প্রকাশ করেননি তারকা দম্পতি।

শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে দীপিকা-রণবীরকে দেখা গিয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে। তার পরের দিনই হাসপাতালে দেখা যায় রণবীর ও দীপিকাকে। প্রথমে জানা গিয়েছিল, আগামী ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে দীপিকার প্রথম সন্তান। কিন্তু তার আগেই সন্তান এল দীপিকার কোলে। 

কিছু দিন আগেই মাতৃত্বকালীন ফোটোশুটে ধরা দেন দীপিকা। অভিনেত্রীর স্ফীতোদর প্রকাশ পায় সেই সব ছবিতে। লোকসভা নির্বাচনে ভোটদান পর্বের সময়ে জনসমক্ষে বেরিয়েছিলেন দীপিকা। সেই সময়ে নিন্দকেরা প্রশ্ন তোলেন, এই স্ফীতোদর কি আদৌ আসল? তাঁদের দাবি ছিল, অভিনেত্রীর এই স্ফীতোদর নকল। সেই দাবির স্পষ্ট জবাব দিয়ে দিলেন অভিনেত্রী।

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ ছবির শুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। এর পরে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ২০১৮-র ১৪ নভেম্বর ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। দেশে ফিরে একাধিক প্রীতিভোজের আয়োজনও করেছিলেন তারকা জুটি।

Link copied!