• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কাঁঠালের বিরিয়ানি খেয়ে পোস্ট দিলেন শ্রদ্ধা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০৩:৫৮ পিএম
কাঁঠালের বিরিয়ানি খেয়ে পোস্ট দিলেন শ্রদ্ধা
অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত

শুধু মৌসুমি ফল হিসেবে নয়, তরকারি হিসেবেও কাঁঠালের রয়েছে বেশ সুখ্যাতি। এ ছাড়া কাঁঠালের বিরিয়ানির কথা হয়তো অনেকেই শুনেছেন। নিরামিষভোজীদের কাছে কাঁঠালের বার্গার ও বিরিয়ানি বেশ জনপ্রিয়। এবার এই জনপ্রিয়তায় পালে আরেকটু হাওয়া দিলেন বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সেই ছবি পোস্ট করলেন সামাজিক যোাগযোগমাধ্যমেও।

ছবির ক্যাপশনে শ্রদ্ধা লিখেছেন- ‘হ্যাঁ, নিরামিষাশীদেরও বিরিয়ানি আছে। এটা নাকি কাঁঠাল বিরিয়ানি, এটা কিন্তু মোটেও পোলাও নয়।’

শ্রদ্ধা এমনিতেই ভোজন রসিক। সুযোগ পেলেই বিভিন্ন রকমের খাবার চেখে দেখেন। এরই ধারাবাহিকতায় কাঁঠালের বিরিয়ানি খেয়েছেন। স্বাদ কেমন সেটাও জানিয়েছেন।

অভিনেত্রী আরও বলেছেন, ‘প্রথমবার খেয়েছি। আমার মনে হয় আপনারাও সেটা খেয়ে দেখতে পারেন।’

নিরামিষাশীদের দাবি, কাঁঠাল বিরিয়ানিও মাংসের বিরিয়ানির মতোই সুস্বাদু। এদিকে শিগগিরই শ্রদ্ধা কাপুরকে রাজকুমার রাও’র সঙ্গে ‘স্ত্রী-২’ সিনেমায় দেখা যাবে।

Link copied!