• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আবার একসঙ্গে অর্জুন-মালাইকা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩, ০৫:৫৪ পিএম
আবার একসঙ্গে অর্জুন-মালাইকা!
ছবি : সংগৃহীত

তারকা জগতে সম্পর্কের ভাঙা-গড়ার গুঞ্জন নতুন নয়! কয়েকদিন ধরেই বলিউড তারকা জুটি অর্জুন কাপুর-মালাইকা অরোরার সম্পর্ক ভাঙার খবরে সরগরম বলিউডপাড়া। সম্পর্কে ফাটল ধরার কারণ হিসেবে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। এবার সে আগুনে জল ঢেলে দিয়ে ‘লাঞ্চ ডেটে’ দেখা গেল অর্জুন-মালাইকাকে।

রোববার (২৭ আগস্ট) দুপুরে মুম্বাইয়ের এক রেস্টুরেন্ট থেকে হাত ধরে বের হতে দেখা যায় এই তারকা জুটিকে। মালাইকার পরনে সাদা হাইওয়েস্ট কোঅর্ড সেট। আর অর্জুন চিরাচরিতভাবে ধরা দিলেন প্রিয় কালো পোশাকে। তাদের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।

এর আগে, আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের কিছুদিন পর থেকেই অর্জুন ও মালাইকার প্রেমের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর লুকোয়িত রাখেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। বয়সে ছোট অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে বিস্তর চর্চাও হয়েছে। তাতে দুই তারকা কখনও কান দেননি।

শোনা যায়, গত বছর বান্দ্রায় মালাইকার বাড়ির পাশে ২০ কোটির একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অর্জুন। চলতিবছরে তাদের বিয়ের পিঁড়িতে বসার কথাও শোনা গিয়েছে।
 

Link copied!