সময়টা আশি কিংবা নব্বইয়ের দশক। ঢাকার এলিফ্যান্ট রোড তখন আজকের মত এত জরাজীর্ণ নয়। এই রোডের পাশ ধরে যে কফি হাউজের গলি, সেখানে তখনও গজিয়ে ওঠেনি ভূঁইফোড় সব খাবারের দোকান। সেসময় কফি হাউস কিংবা চায়ের দোকানে বসলেই কানে ভেসে আসত বাঙালির কালজয়ী সব গান। বিখ্যাত সেসব গানের শিল্পীরা অনেকেই এখন নিয়মিত নন সংগীতে। অনেকেই আবার দেশের বাইরে চলে গেছেন। হঠাৎ করেই পরিচিত সেসব মুখ একসঙ্গে দিয়েছেন আড্ডা। আবার উজ্জীবিত হয়েছে পুরনো সেসব স্মৃতি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে এক রেস্তোরাঁয় অনানুষ্ঠানিক পুনর্মিলনীর আয়োজন করে সংগীত ভুবনের একঝাঁক মহাতারকা। সেসব আড্ডায় মেতে উঠেন তারা। পুরনো দিনের স্মৃতি বিজড়িত দিনগুলো নিয়ে হয় গল্প।
বাংলা আধুনিক ও ব্যান্ড সংগীতের গুণী শিল্পীদের পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন ফাহমিদা নবী, আশিকুজ্জামান টুলু, ফুয়াদ নাসের বাবু, মাকসুদ, নকীব খান, সাইদ হাসান টিপু, শওকত আলী ইমন, পিলু খান, আসিফ আকবর, গীতিকবি আসিফ ইকবাল প্রমুখ। এছাড়াও তাদের সঙ্গে দেখা গেছে নির্মাতা চয়নিকা চৌধুরীকেও।
এই শিল্পীদের গান একসময় ঘুরে বেড়াত মুখে মুখে। তখন ছিল ক্যাসেটের যুগ। হালের স্পটিফাই, ইউটিউবের যুগে সেসবই এখন স্বর্ণালী স্মৃতি। তারই রোমন্থন বোধহয় হয়ে গেলো ঢাকায়, হঠাৎ করেই।