সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। নিজের সৌন্দর্য আর অভিনয় দক্ষতায় জয় করেছেন কোটি দর্শকের হৃদয়। তবে সে সৌন্দর্য এবার ভাটা পড়তে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে একটি নামী প্রসাধনী সংস্থার হয়ে হাঁটেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সোনালি রঙের কেপ-গাউন এবং ব্লন্ড হাইলাইটে ফ্যাশন সরণিতে ঐশ্বরিয়ার সাজ প্রশংসা কুড়োয়। কিন্তু তার দিন কয়েকের মধ্যে নেটপাড়ায় ট্রোলের শিকার হলেন তিনি। অভিযোগ, বয়স লুকোতে কারসাজি করছেন সাবেক এই বিশ্বসুন্দরী। যা মোটেও ভাল চোখে দেখেনি নেটপাড়া।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে একটি অনুষ্ঠানে মণীশ মলহোত্রার পোশাক পরে হাজির হন ঐশ্বরিয়া। অভিনেত্রীর পরনে ছিল ডিপ নেকলাইনের লম্বা কালো গাউন। হাতের বর্ডারে ছিল সাদা সুতো দিয়ে ফুলের বুনোট। সাদা সুতোর কাজ ছিল পোশাকের নিচের অংশেও। খোলা চুল, ঝলমলে কানের দুল, ঠোঁটে লাল লিপস্টিক। এমনিতেই তার সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েক গুণ। তবে তাতে সন্তুষ্ট ছিলেন না এই অভিনেত্রী।
অভিযোগ উঠেছে, ঐশ্বরিয়া সামাজিকমাধ্যমে যে ছবি পোস্ট করেছেন এবং অনুষ্ঠানের দিনের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে বেশ কিছু তফাত রয়েছে। অভিনেত্রীর ছবি দেখে নেটপাড়ার একাংশের ধারণা ছবিগুলি ফোটোশপ ও এয়ারব্রাশের ব্যবহার করা হয়েছে। এতে ত্বক টানটান যেমন করা হয়েছে, তেমনই রোগা দেখানো হয়েছে ঐশ্বরিয়াকে।
কেউ লিখেছেন, ‘এটা তার চেহার বা মুখ কোনোটাই নয়। বয়সের সঙ্গে ওজন বাড়াটাকে কেন মানুষ ইতিবাচকভাবে নিতে পারেন না? তার মতো শিক্ষিত মহিলার থেকে এটা আশা করা যায় না।’
তবে, এ বিষয়ে এখন পর্যন্ত ঐশ্বরিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।