বলিউডের কমেডি সিনেমার মধ্যে যে কটি সিনেমা পেয়েছে তুমুল জনপ্রিয়তা, তার মধ্যে প্রথম সারিতে থাকবে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল অভিনীত ‘হেরা ফেরি’ সিনেমা। শোনা যাচ্ছিল আবারও আসতে চলছে এই সিনেমার সিকুয়েল। তবে অক্ষয় বেঁকে বসায় এত দিন আলোর মুখ দেখেনি সিকুয়েলটি।
একপর্যায়ে শোনা যাচ্ছিল অক্ষয়ের জায়গায় সিনেমাতে দেখা যাবে বলিউডের এ সময়ের জনপ্রিয় নায়ক কার্তিক আরিয়নকে। তবে এই খবরে আশাহত হয়ে সিনেমাটির ভক্তকুল আওয়াজ তোলেন ‘নো অক্ষয় নো হেরাফেরি’। ভক্তদের আবদারে এবার সুর নরম করেছেন অক্ষয়। শোনা যাচ্ছে, অক্ষয়কে নিয়েই তৈরি হবে ‘হেরা ফেরি’-এর তৃতীয় সিকুয়েল।
অক্ষয় কুমারকে ছাড়া হেরা ফেরি করা যাবে না, এমনটাই এখন বুঝতে পেরেছেন প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা। তিনি বলেন, “হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় কমিক ফ্র্যাঞ্চাইজি ফিরিয়ে আনতে অক্ষয়-সুনীল-পরেশকেই প্রয়োজন। এই মুহূর্তে আলোচনা চলছে। অক্ষয়ও ফিরোজের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। শুধু একজন অভিনেতা হিসেবেই নয়, বরং হেরা ফেরি ৩-কে এমন এক ছবি বানাতে যা এত দিনের অপেক্ষা, উত্তেজনা এবং প্রত্যাশার মূল্য রাখতে পারে।”
‘হেরা ফেরি’ ২০০০ সালে এবং ‘ফির হেরা ফেরি’ ২০০৬ সালে মুক্তি পায়। দুটি সিনেমাই সে সময় তুমুল জনপ্রিয় হয়। ‘হেরা ফেরি’ পরিচালনা করেন প্রিয়দর্শন। অন্যদিকে ‘ফির হেরা ফেরি’ পরিচালনা করেছেন নীরজ ভোড়া। সিনেমা দুটিতেই দেখা গেছে সুনীল শেঠি, অক্ষয় কুমার, পরেশ রাওয়ালকে। ‘হেরা ফেরি’ ১৯৮৯ সালের মালায়ালাম সিনেমা ‘রামজি রাও স্পিকারের’ পুনর্নির্মাণ।