মুক্তির মিছিলে ‘অমানুষ হলো মানুষ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০১:১৯ পিএম
মুক্তির মিছিলে ‘অমানুষ হলো মানুষ’
‘অমানুষ হলো মানুষ’ পোস্টার। ছবি: ফেসবুক থেকে

দেশে নানা প্রতিকুলতার মধ্যেই মুক্তির মিছিলে জড়ো  হচ্ছে নতুন সিনেমা। আগামী ২৩ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে মনোয়ার হোসেন ডিপজলের নতুন সিনেমা ‘অমানুষ হলো মানুষ’।

সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা ও প্রযোজক ডিপজল নিজেই। একটি পোস্টার শেয়ার করে ডিপজল লেখেন, শুক্রবার (২৩ আগস্ট) সারা বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘অমানুষ হলো মানুষ’।

সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। ডিপজল ছাড়াও সামাজিক-অ্যাকশন এই সিনেমায় অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, বড়দা মিঠু, দুলারী সহ অনেকে। 

জানা গেছে,  ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল ‘অমানুষ হলো মানুষ’-এর শুটিং। তখন সর্বত্র করোনা ভাইরাসের প্রকোপ ছিল। ডিপজল তখন অল্প বাজেটে একাধিক সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সেগুলোর মধ্যে একটি ছবি হচ্ছে ‘অমানুষ হলো মানুষ’। 

এবার মুক্তি পেতে চলেছে সিনেমাটি। সামাজিক-অ্যাকশন ঘরানার এই ছবিতে ডিপজলের বিপরীতে দেখা যাবে চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌ খানকে।


 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!