ফিল্ম ক্লাবের নির্বাচনে সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয়ের পুরো প্যানেল জয়লাভ করেছে। চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডেরএবারের নির্বাচনে সভাপতি পদে সামসুল আলম ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী কামাল মো: কিবরিয়া লিপু পেয়েছেন ২০৪ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন - মোজাহারুল ইসলাম ওবায়েদ (২৫৬ ভোট), আশিকুর রহমান নাদিম (২৫৯ ভোট), এম. এ. কামাল (২৭৪ ভোট), মো. ইকবাল হোসেন জয় (২৮৩ ভোট), অপূর্ব রায় (২৭৮ ভোট), দেলোয়ার জাহান ঝন্টু (৩১৫ ভোট), মো. আব্দুল্লাহ জেয়াদ (২৪৩ ভোট), আলেকজান্ডার বো (২৬৫), রিয়ানা রহমান পলি (২৪৬ ভোট) ও শবনম পারভীন (২৫৭ ভোট)।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিএফডিসিতে বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিরতিহীনভাবে এ সংগঠনের নির্বাচনের ভোটগ্রহণ চলে।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছিল। সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয় ও কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু-আতিকুর রহমান নাদিম। 
নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক খোরশেদ আলম খসরু।   
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



































