• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিএফডিসিতে সংবর্ধনা পেলেন ফেরদৌস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ০৯:৩৩ এএম
বিএফডিসিতে সংবর্ধনা পেলেন ফেরদৌস
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিতে বাংলাদেশর চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে সংবর্ধনা দেওয়া হয় এই অভিনেতাকে।

এসময় নিজের অনুভূতি জানিয়ে ফেরদৌস বলেন, “আমাকে এই সম্মান জানানোর জন্য সত্যিই আমি আনন্দিত। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছি।”

ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক আরও বলেন, “আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, আগামীতেও ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন।”

সংবর্ধনা অনুষ্ঠানে অভিননেত্রী অঞ্জনা, সুজাতা, নতুন, নিপুণ আক্তার, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, পরিচালক কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, শাহীন কবীর টুটুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!