• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন ডলি সায়ন্তনী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০১:৫৭ পিএম
প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন ডলি সায়ন্তনী
সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। ছবি: সংগৃহীত

ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ইসিতে (নির্বাচন কমিশন) আপিল করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে প্রার্থী হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে মনোনয়নপত্র জমা দেন।

বুধবার (৬ ডিসেম্বর) আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির জন্য নির্বাচন ভবনে নির্ধারিত বুথে তিনি আবেদনটি জমা দেন। আবেদনপত্রের সঙ্গে তিনি তার ক্রেডিট কার্ডের বকেয়া বিল পরিশোধের কাগজপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাবেন এমন প্রত্যাশা করে ডলি সায়ন্তনী বলেন, “আমি আশা করি আমার ক্রেডিট কার্ড সংক্রান্ত যে ভুল হয়েছে, সেটি নির্বাচন অফিসের কর্মকর্তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারা মনোনয়নপত্রের বৈধতা ফিরিয়ে দেবেন।”

কত টাকা বকেয়া ছিল? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “খুব কম টাকা, বলার মতো না। যে অভিযোগটা এসেছে- এটা আসলেই আমার ভুল ছিল। কারোর ষড়যন্ত্র দেখছি না। এটা আমি খেয়াল করিনি। তবে আশা করছি, আমার মনোনয়নপত্রের বৈধতা পাবো।”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!