• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আফজাল হোসেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ১২:১৪ পিএম
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আফজাল হোসেন
অভিনেতা আফজাল হোসেন। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায়, রোববার (১০ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে বাসায় গিয়েছেন একুশে পদকপ্রাপ্ত এই নাট্যব্যক্তিত্ব।

অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন, সে কারণে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরেছেন। এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন আফজাল হোসেন। তার অবস্থা খারাপ হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বাসায় আছেন।

‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ শিরোনামে ওয়েব ফিল্ম নির্মাণ করছেন পরিচালক শিহাব শাহীন। এ সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন, আর মেয়ের চরিত্রে রূপায়ন করছেন তাসনিয়া ফারিণ।

গত ৫ সেপ্টেম্বর এ সিনেমার শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। কিন্তু তার অসুস্থতার কারণে বন্ধ রাখা হয় দৃশ্যধারণের কাজ। আজ থেকে ফের দৃশ্যধারণের কাজ শুরুর কথা রয়েছে। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!