• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

আবারও কটাক্ষের শিকার উর্বশী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩, ০২:৪২ পিএম
আবারও কটাক্ষের শিকার উর্বশী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বার বারই ট্রোলের মুখে পড়েন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বেশিরভাগ সময়ই এই কটাক্ষের সঙ্গে জুড়ে যায় ক্রিকেটার ঋষভ পন্থের নাম। তবে এবার ঋষভ নয়, বরং উর্বশীর একটি টুইটেই ঘটল অন্য গন্ডগোল। একটি ভুল টুইটের কারণে নাজেহাল হতে হচ্ছে তাকে। দক্ষিণি অভিনেতাকে মুখ্যমন্ত্রী বলে কটাক্ষের স্বীকার হতে হচ্ছে তাকে।

সম্প্রতি উর্বশী রাউতেলা দক্ষিণি অভিনেতা পবন কল্যাণ ও সাই ধরম তেজের সঙ্গে ছবি পোস্ট করেন। সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণের সঙ্গে অভিনয় করতে পেরে আমি গর্বিত! উর্বশীর এই টুইট দেখেই হইচই শুরু নেটদুনিয়ায়। নেটিজেনরা উর্বশীর উদ্দেশ্যে স্পষ্ট লিখলেন, ‘এই মহিলার মগজে কিচ্ছুটি নেই!’

সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার নাসির শাহের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। নাসিমের সঙ্গে ভিডিও প্রকাশের পর থেকেই নেটিজেনদের ধারণা নতুন প্রেমে মজেছেন উর্বশী।

কানে রূপের দ্যুতি ছড়ানো, ঋষভ থেকে নাসিমে থিতু সবমিলিয়ে ভালোই চলছিল উর্বশীর সময়। কিন্তু দক্ষিণি অভিনেতাকে মুখ্যমন্ত্রী বলে খাল কেটে কুমিরটা এবার নিজেই নিয়ে এলেন তিনি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!