• ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

ছেলে রাজ্যকে নিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০৬:৩৪ পিএম
ছেলে রাজ্যকে নিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাজ

অভিনেতা শরিফুল রাজ ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালেন। দুর্দান্ত বছর ও সামনের সময়গুলো দারুণ কাটবে এই প্রত্যাশা জানিয়ে ছেলেকে নিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

রোববার (১ জানুয়ারি) বিকেলে রাজ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওই স্ট্যাটাস দিয়েছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, “আমার প্রিয় পুত্র, তোমার জন্য একটি দুর্দান্ত বছর ও খুব সুন্দর সময় আসতে যাচ্ছে। নতুন বছরে তোমার সুস্বাস্থ্য কামনা করছি, বছরটা অনেক আনন্দে কাটুক, তাই চাই। তোমার জন্য আমার ভালোবাসা সবসময় থাকবে। যা কিছুই ঘটুক, তুমি যত বড় শক্তিশালী হও না কেন আমার ভালোবাসা ছাড়িয়ে যেতে পারবে না। হ্যাপি নিউ ইয়ার ২০২৩।”

অভিনেতা শরিফুল রাজের জীবনে নতুন বছরটা শুরু হলো দাম্পত্য কলহ নিয়ে। অভিনেত্রী পরীমনির ফেসবুকে দেওয়া পোস্ট ধরে শুরু হয় তাদের নিয়ে আলোচনা। সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত, রক্তাক্ত বিছানার ছবি পোস্ট, রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ দিয়ে একের পর এক নেতিবাচক পোস্টের মধ্যে ছেলেকে নিয়ে রাজের এই স্ট্যাটাস কিছুটা হলেও স্বস্তির মনে করছেন ভক্ত ও দর্শকেরা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!