• ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

ছেলের মুখে প্রথমবার আব্বু ডাক শুনলো রাজ, উচ্ছ্বসিত পরীমনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৫:৫২ পিএম
ছেলের মুখে প্রথমবার আব্বু ডাক শুনলো রাজ, উচ্ছ্বসিত পরীমনি

চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য ইতোমধ্যেই চার মাস বয়স পার করেছেন। দুদিন আগেই সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন পরী।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) একটি ভিডিও শেয়ার করে এই অভিনেত্রী জানালেন, প্রথমবারের মতো রাজকে আব্বু ডেকেছে রাজ্য। এতে ভীষণ উচ্ছ্বসিত রাজ-পরী দম্পতি।

ভিডিওটি ফেসবুকে প্রকাশ করে পরী লেখেন, “তাদের এই গল্প সেই সাত সকালের! আমি শুধু একজন বাবার ব্যাকুলতা দেখছিলাম মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে। ছেলের মুখে একটুখানি এই আধো আধো আব্বু ডাক শুনতে রাজের এই ছেলেমানুষী আমি খুব যত্ন করে তুলে রাখলাম। সুন্দর স্মৃতিরা সব আদরে বেঁচে থাকুক। রাজ আমি তোমাকে অনেক ভালোবাসি।”

‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেন তারা। এ ঘটনা ঘটে ২০২১ সালে।

ওই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ করেই জানান পরী। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা। আর গেল আগস্টের ১০ তারিখ পরী ও রাজের ঘর আলো করে জন্ম নেন পুত্র সন্তান রাজ্য।  

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!