• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

দৌলতদিয়ায় পিয়া জান্নাতুল, জানালেন অভিজ্ঞতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০৫:২০ পিএম
দৌলতদিয়ায় পিয়া জান্নাতুল, জানালেন অভিজ্ঞতা

জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করেছেন নাটক, সিনেমায়। অভিনয়ের সুবাদে অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। এরই ধারাবাহিকতায় এবার নতুন এক জগতকে কাছ থেকে দেখলেন পিয়া। ‘রং-বাজার’ সিনেমার শুটিংয়ের জন্য প্রথমবারের মতো দৌলতদিয়া যৌনপল্লীতে গিয়েছিলেন অভিনেত্রী।

পিয়া জান্নাতুল বলেন, “এবারই প্রথম শুটিংয়ের জন্য দৌলতদিয়া যৌনপল্লীতে গিয়েছি। একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। এখানকার মানুষকে খুব কাছ থেকে দেখে যে অনুভূতি হয়েছে, তা ভাষায় প্রকাশের নয়। বাইরে থেকে অনেক কিছু শোনা যায়। কিন্তু বাস্তবটা এর সঙ্গে মেলে না।”

রাশিদ পলাশের পরিচালনায় ‘রং-বাজার’ সিনেমায় আরও অভিনয় করছেন মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, তানজিকা, লুৎফুর রহমান জর্জসহ অনেকে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!