ঢালিউডের সফলতম চিত্রনায়ক শাকিব খান। একটা সময় একাই টেনে নিয়ে গেছেন ইন্ডাস্ট্রিকে। দিয়েছেন একের পর এক ব্যবসাসফল সিনেমা। ফলে বেশ কয়েকটি সম্মাননাও পেয়েছেন তিনি। এবার নিজের ঝুলিতে রাখতে যাচ্ছেন আরও এক সম্মাননা। চলচ্চিত্রশিল্পে অবদান রাখার জন্য বাচসাস সম্মাননা-২০২২ পাচ্ছেন এই কিং খান।
শনিবার (৫ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হবে।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস-এর ২০২২-২৪ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও বাচসাস সম্মাননা-২০২২ উপলক্ষে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ অনুষ্ঠানে অংশ নিতে বাচসাস সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠানে বাচসাস সম্মাননা-২০২২ এ শাকিব খান ছাড়া আরও কয়েকজনকে সম্মাননা প্রদান করা হচ্ছে।
তারা হলেন সাহিত্যনির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য রাবেয়া খাতুন (মরণোত্তর), সাহিত্যনির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক (মরণোত্তর), একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার (মরণোত্তর), বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী (মরণোত্তর), সাহিত্যনির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ, সাংস্কৃতিক জাগরণে অনবদ্য অবদানের জন্য লিয়াকত আলী লাকী, সাহিত্যনির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানে আনিসুল হক, নাটক ও চলচ্চিত্রে বিশেষ অবদানে মাসুম রেজা, একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক ও বাচসাস সদস্য পাভেল রহমান, চলচ্চিত্রশিল্প ও নিরাপদ সড়ক আন্দোলনের জন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, টিভি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোজাম্মেল বাবু, চলচ্চিত্র প্রযোজনায় বিশেষ অবদানে হাবিবুর রহমান খান, হাসিনা: আ ডটারস টেল চলচ্চিত্রের জন্য পিপলু আর খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান, চারুশিল্পী, অভিনয় ও নির্দেশনায় আফজাল হোসেন ও সংগীতে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল ও ইমরান মাহমুদুল।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































