মেয়ে আরাধ্যার নামে ভুয়া আইডি, চটলেন ঐশ্বরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ১০:১০ পিএম
মেয়ে আরাধ্যার নামে ভুয়া আইডি, চটলেন ঐশ্বরিয়া

কিছুদিন আগেই নিজের ছবি বিভিন্ন অশ্লীল কনটেন্টে ব্যবহার হওয়া নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। এবার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি নিয়ে চটলেন সাবেক এই বিশ্বসুন্দরী। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানালেন, তার মেয়ের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। 
 
সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই।

যেসব প্রোফাইল রয়েছে তা একেবারেই ভুয়া। আমি জানি আপনারা আমাকে, আমার স্বামী অভিষেকসহ আমাদের গোটা পরিবারকে ভীষণই ভালোবাসেন। তাই আমাদের নিয়ে আপনাদের আগ্রহ প্রচুর। কিন্তু যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে আরাধ্যা কোনো সোশ্যাল মিডিয়ায় নেই।’

এরপর অভিনেত্রী বলেন, ‘দিনের একটা নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। এতে নিজেকে খুঁজে পাবেন। নিজেকে সময় দেওয়ার চেষ্টাও করুন।

সোশাল মিডিয়াসর্বস্ব জীবন করে তুললে খুবই সমস্যার। এটা থেকে যত বিরত থাকবেন জানবেন আখেরে নিজের লাভ। তাতে ভালো থাকবেন।’

Link copied!