প্রসবজনিত জটিলতায় পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পিয়ারি মরিয়ম (২৬) মারা গেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যমজ সন্তান জন্ম দেওয়ার পরই তার মৃত্যু হয়েছে।
পৃথক প্রতিবেদনে পাকিস্তান টুডেসহ বেশ কয়েকটি গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরিয়মের স্বামী আহসান আলী জানান, মরিয়ম যমজ দুই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং নবজাতকরা সুস্থ আছে। তবে স্ত্রীর মৃত্যুর কারণ বিস্তারিত জানাননি তিনি। সঙ্গে ভুয়া তথ্য না ছড়িয়ে মরিয়মের জন্য দোয়া করার অনুরোধ জানান আহসান।
পিয়ারি মরিয়মের মৃত্যু সংবাদ জানিয়ে এক বিবৃতিতে আহসান লেখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব। সবার কাছে অনুরোধ, মরিয়মের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে ক্ষমা করেন।’
পিয়ারি মরিয়ম তার মৃদুভাষী স্বভাব ও আন্তরিকতার মাধ্যমে একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন, যা অসংখ্য নেটিজেনদের জীবন স্পর্শ করেছিল। তিনি ও তার স্বামী তাদের সন্তানকে স্বাগত জানাতে আনন্দের সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলেন। নতুন একটি অধ্যায় শুরু হওয়া নিয়ে ভীষণ উত্তেজিত ছিলেন।
মরিয়মের ইনস্টাগ্রামে অনুসারী ছিল দেড় লাখেরও বেশি। স্বামীর সঙ্গে নাচ-গান ও বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ভিডিও পোস্ট করে তারা জনপ্রিয়তা পেয়েছিলেন।

































