বাবা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী মেহের আয়াত জেরিন। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন গায়ক।
আজ সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইমরান লেখেন, ‘প্রথম বারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।’
এরপর লেখেন, ‘আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইন শা আল্লাহ । সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।’ বিস্তারিত জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি ইমরানকে।
২০২৩ সালের ২৪ মে বিয়ের পিঁড়িতে বসেন ইমরান। সে সময় ফেসবুকে খবরটি জানিয়ে গায়ক লিখেছিলেন, ‘বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।’
আরও লিখেছিলেন, ‘আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশা আল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’
এবার বিয়ের আড়াই বছরের মাথায় বাবা হলেন গায়ক। সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই সহকর্মী শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানাচ্ছেন তাকে।
































