এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান আবারও আলোচনায় এসেছেন—তবে এবার অভিনয় বা পুরস্কারের কারণে নয়, বরং মেয়ের এক সোজাসাপ্টা উত্তরের জন্য।
সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড–২০২৫’ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পান শাকিল খান। পুরস্কার গ্রহণের সময় তার সঙ্গে ছিলেন ছোট মেয়ে সামিকা শাকিল, যিনি ইংরেজি মাধ্যমের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
অনুষ্ঠানের এক ফাঁকে বাইরে উপস্থিত সাংবাদিকরা সামিকার কাছে জানতে চান—
“বাংলা সিনেমা দেখো?”
সামিকা হাসিমুখে উত্তর দেয়, “হ্যাঁ, দেখি।”
এরপর সাংবাদিকরা আরেকটু আগ্রহ নিয়ে প্রশ্ন করেন,
“তোমার প্রিয় নায়ক কে?”
একটুও না ভেবে সামিকা জানায়,
“আমার প্রিয় নায়ক তো আমার বাবা!”
এই উত্তর শুনে উপস্থিত সবাই করতালি দিয়ে ওঠেন, আর গর্বে উজ্জ্বল হয়ে ওঠে বাবার মুখ।
বুধবার দুপুরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাকিল খান বলেন, “আমার মেয়ে বাবা-অন্তপ্রাণ। তার রিল লাইফ আর রিয়েল লাইফ—দুটোতেই হিরো একমাত্র আমি!”
তিনি আরও জানান, সামিকা খুব বেশি সিনেমা না দেখলেও নিজের ফোনে বাবার বেশ কিছু সিনেমার গানের ভিডিও রাখে এবং অবসর পেলেই দেখে।
“ও মাঝে মাঝে আমাকে নিয়ে সিনেমার গল্প, নাচ বা সংলাপের বিষয়েও নানা প্রশ্ন করে,” যোগ করেন অভিনেতা।
চিত্রনায়ক শাকিল খান ও তার স্ত্রী শারমিন—দু’জনের সংসারে দুই সন্তান। বড় ছেলের নাম সাদমান শাকিল, আর ছোট মেয়ে সেই আলোচনার কেন্দ্রবিন্দু সামিকা শাকিল।
বাংলা চলচ্চিত্রে ‘প্রেম পূর্ণিমা’, ‘রঙ্গিন চশমা’, ‘হৃদয়ের বন্ধনে’সহ অসংখ্য হিট সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন শাকিল খান। এখন যদিও নিয়মিত অভিনয়ে নেই, তবু তার জনপ্রিয়তা ও তারকার মর্যাদা আজও অটুট।





































