• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

এফডিসিতে আধুনিক মিউজিক স্কুল করতে চান আসিফ আকবর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১০:০২ এএম
এফডিসিতে আধুনিক মিউজিক স্কুল করতে চান আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের এখন সময় কাটছে একসঙ্গে দুই মঞ্চে—সংগীত আর ক্রিকেটে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে দুই মাসের টানা সংগীত সফর শেষে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন ক্রিকেট–সংক্রান্ত নতুন দায়িত্বে। এরই মধ্যে জানালেন নতুন উদ্যোগের কথা—নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের জন্য একটি আধুনিক মিউজিক স্কুল প্রতিষ্ঠা করতে চান তিনি।

তেজগাঁওয়ে নির্মাণাধীন বিএফডিসি কমপ্লেক্সে স্কুলটি গড়ে তুলতে চান আসিফ। যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি বিভিন্ন মিউজিক স্কুল ঘুরে দেখেছেন, তাদের কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে ধারণা নিয়েছেন। সেই অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরেছেন নতুন স্বপ্ন নিয়ে।

আসিফ বলেন, “সব সময়ই তরুণ শিল্পীদের সঙ্গে কাজ করেছি। দেশে অনেক মেধাবী ছেলে-মেয়ে আছে, কিন্তু সুযোগের অভাবে তাদের প্রতিভা বিকশিত হচ্ছে না। বিশ্বমানের কোনো মিউজিক স্কুল না থাকায় তারা সঠিক প্রশিক্ষণ পাচ্ছে না। তাই ভাবছি, এফডিসির নতুন কমপ্লেক্সেই একটা মানসম্মত মিউজিক স্কুল গড়ে তুলব। যুক্তরাষ্ট্রের স্কুলগুলোর আদলে তৈরি হবে এটি।”

তিনি আরও যোগ করেন, “আমাদের সংগীতজগতে অনেক জায়গায় ঘাটতি আছে—এখন সময় এসেছে সেই শূন্যতা পূরণের। একজন শিল্পী হিসেবে যা পেয়েছি, এখন সেটার প্রতিদান দিতে চাই নতুনদের নিয়ে।”

সংগীতের পাশাপাশি ক্রিকেট নিয়েও সমান ব্যস্ত এই তারকা। একসময় ক্রিকেট খেলতেন আসিফ; এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে বয়সভিত্তিক দলের দায়িত্ব পেয়েছেন তিনি। ইতিমধ্যে তরুণ ক্রিকেটারদের উন্নয়নে নিজের কর্মপরিকল্পনা জমা দিয়েছেন বোর্ডে।

“ক্রিকেটেও আমি তরুণদের নিয়েই কাজ করব। এখান থেকেই তৈরি হবে জাতীয় দলের ভবিষ্যৎ তারকারা,”—বলেন আসিফ আকবর।

Link copied!