ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋজু বিশ্বাসের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে একাধিক নারীর অভিযোগ উঠেছে, যাদের মেসেজে তিনি হয়রানি ও ‘কুপ্রস্তাব’ পাঠিয়েছেন।
‘বউ কথা কও’ ধারাবাহিক খ্যাত অভিনেতার বিরুদ্ধে প্রথম অভিযোগ করেন এক উঠতি মডেল, যিনি ঋজুর সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট এবং ফোন নম্বর সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
এরপর আরও কয়েকজন নারী—মডেল, অভিনেত্রী ও কলেজ পড়ুয়ারা—মেসেঞ্জারে অভিনেতার পাঠানো একই ধরনের মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন।
তবে এই অভিযোগের প্রেক্ষিতে ঋজু বিশ্বাস নিজেকে সাফাই দিয়েছেন। তিনি বলেন, “মেসেজ করে কোনো ভুল করিনি। কেউ কি দেখাতে পারবেন আমি অশালীন কোনো প্রস্তাব দিয়েছি?” তিনি আরও উল্লেখ করেন, “শাড়িতে সুন্দর লাগছে বলাটা কি অন্যায়?” এবং দাবি করেন, অনেকের সঙ্গে তার মেসেজ করা শুধুমাত্র সাধারণ প্রশংসার অংশ।
ঋজু জানান, তিনি এই মুহূর্তে আর্থিক অনটনে আছেন এবং তার মায়ের ক্যানসারের চিকিৎসার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে। তিনি শীঘ্রই কাজে ফিরতে চান।
অভিনেতা এই ঘটনার পর আইনি পদক্ষেপ নিয়েছেন এবং অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।





































