৩৮ দিনের প্রেম, বিয়ে করেই ওমরায় গেলেন গায়ক নিরব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ১২:২৯ পিএম
৩৮ দিনের প্রেম, বিয়ে করেই ওমরায় গেলেন গায়ক নিরব

সুরকার, সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব ঘরোয়া আকারে বিয়ে সম্পন্ন করেছেন। তার স্ত্রী সূচনা তাসনীম, যিনি রূপচর্চা বিষয়ক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

বিয়ের আনুষ্ঠানিকতা ২৩ অক্টোবর রাতে ঢাকার নিকেতনে নিরবের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। বিয়েতে উকিল বাবা হিসেবে ছিলেন অভিনেতা জিয়াউল হক পলাশ।

বর্তমানে নবদম্পতি সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন করছেন।

নিরব গণমাধ্যমকে জানান, তাদের বন্ধুত্বের সম্পর্ক ১১ বছরের, এবং কয়েক মাস ধরে তিনি সূচনাকে জীবনসঙ্গী হিসেবে চাইছিলেন। প্রেমের প্রস্তাবের পরে ৩৮ দিনের প্রেমের পর তারা বিয়ে করেন।

নিরব আরও বলেন, “বিয়ের পরই স্ত্রীসহ ওমরাহ পালনের ইচ্ছা ছিল। ভিসা পাওয়া মাত্রই দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করি, এবং পরদিন মক্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ি। এমন একজন বন্ধু ও জীবনসঙ্গী পেয়ে খুব ভালো লাগছে। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।”

তিনি জানান, বিয়েতে উকিল বাবা হিসেবে ছিলেন জিয়াউল হক পলাশ, যিনি তার খুব প্রিয় একজন মানুষ।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!