‘প্রতিটি ভ্রমণই আমাকে নতুন কিছু শিখিয়েছে, নতুনভাবে জীবন দেখতে শিখিয়েছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ১০:৪৭ এএম
‘প্রতিটি ভ্রমণই আমাকে নতুন কিছু শিখিয়েছে, নতুনভাবে জীবন দেখতে শিখিয়েছে’

ভ্রমণ মানেই বিলাসবহুল রিসোর্ট, দামি পোশাক আর নিখুঁত ফটোশুট—এ ধারণাকে একদমই মানেন না বলিউড অভিনেত্রী জেরিন খান। সম্প্রতি ভ্রমণ নিয়ে তিনি কথা বলেছেন। জানিয়েছেন, তার কাছে ভ্রমণ মানে একেবারে বাস্তব, মাটির কাছাকাছি অভিজ্ঞতা।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে জারিন ভেঙে দিয়েছেন বলিউডের ঐতিহ্যবাহী তারকাসুলভ ভাবমূর্তি। ভ্রমণের সময় তিনি নিজেকে সম্পূর্ণভাবে গ্ল্যামার থেকে বিচ্ছিন্ন রাখেন, যা নিয়ে জারিন বলেন, ‘যখন আমি ভ্রমণে যাই, তখন আমি একেবারে হিপি হয়ে যাই। আমি সেই অভিনেত্রী নই যে গাউন পরে ছবি তোলার জন্য ঘুরতে যাই। আমার সঙ্গে থাকে শুধু একটা ব্যাকপ্যাক আর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই।’

তিনি আরও বলেন, ‘আমি এত জায়গায় গিয়েছি যে, অনেকগুলোর কথা সত্যি বলতে মনে থাকে না। কিন্তু প্রতিটি ভ্রমণই আমাকে নতুন কিছু শিখিয়েছে, নতুনভাবে জীবন দেখতে শিখিয়েছে।’

জেরিন খান অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। তবে সক্রিয় আছেন সামাজিক মাধ্যমে। সেখানেই তিনি নিজের ভ্রমণের আপডেট দিয়ে থাকেন।

Link copied!