অভিনেত্রী আজমেরী হক বাঁধন, যিনি নানা প্রতিকূলতা ও রক্ষণশীলতার প্রাচীর ভেঙে নিজের জায়গা তৈরি করেছেন, এবার সোশ্যাল মিডিয়ায় জানালেন তাঁর আত্মপ্রত্যয়ের এক গভীর বার্তা। রবিবার ভোরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন— বহুদিন ধরে সমাজ ও পরিবারের প্রত্যাশিত ‘মেয়ে’ হয়ে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। তবে এই ব্যর্থতার জন্য আজ তিনি নিজেকেই ধন্যবাদ জানাচ্ছেন।
স্ট্যাটাসে বাঁধন লেখেন, ‘আমি এমন একজন মেয়ে হতে চেয়েছিলাম, যে সবাইকে খুশি রাখে, অনুগত থাকে, চুপচাপ মানিয়ে নেয়। কিন্তু পারিনি। চেষ্টা করেছিলাম পরিবারের প্রত্যাশিত মেয়ে হতে, সমাজের বানানো 'আদর্শ নারী' হতে। কিন্তু আমি ব্যর্থ হয়েছি।’
তবে এই ব্যর্থতাকে তিনি দেখছেন বিজয়ের জায়গা থেকে। বাঁধন স্পষ্ট ভাষায় জানান, তিনি অন্য কারও ‘স্ক্রিপ্টে’ বাঁচতে চান না।
বলেন, ‘আমার কথা অনেকের কাছে অস্বস্তিকর, আমার কাজ অনেকের সান্ত্বনার সীমা ভেঙে দেয়। আমি সহজ নই, কিন্তু নির্মমও নই। কাউকে আঘাত দিই না, অসম্মান করি না— যদিও আমাকেই অনেকসময় তা সহ্য করতে হয়।’
চল্লিশের পর জীবনকে তিনি দেখছেন এক নতুন দৃষ্টিতে। বর্তমানে নিজের মতো করে বাঁচছেন তিনি— স্বাধীনভাবে, সৎভাবে এবং বিনা ক্ষমাপ্রার্থনায়।
লিখেন, ‘যদি কেউ এতে কষ্ট পায়, উপেক্ষা করুক, ব্লক করুক, ঘৃণা করুক— আমার কিছু যায় আসে না। কারণ যাদের আমি অস্বস্তিতে ফেলি, তাদের পাশে আছে আরও অনেকে, যারা আমাকে বোঝে, ভালোবাসে, আমার সত্যে শক্তি খুঁজে পায়। আর সবচেয়ে বড় কথা— আমি নিজেকে ভালোবাসি।’
চলতি মাসেই ৪২ বছরে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। জীবনের এই প্রান্তে এসে তিনি ঘোষণা করলেন, ‘আমি ভাঙা নই। আমি শুধু এমন এক পৃথিবীর কাছে অস্বস্তিকর, যে পৃথিবী এখনো সত্যিকার নারীকে ভয় পায়।’
সবশেষে নিজেকে উদ্দেশ করে তিনি লেখেন— ‘ভালোবাসি তোমায়, আজমেরী হক বাঁধন। তুমি যে নারী হতে চেয়েছিলে, শেষ পর্যন্ত তুমি সেই নারীই হয়েছো।’