• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭
স্ত্রীর শুভেচ্ছায় সিক্ত আসিফ আকবর

‘মেধা, সততা ও প্রখর দূরদর্শিতা আপনাকে আরও শক্তিশালী করুক’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১১:১৬ এএম
‘মেধা, সততা ও প্রখর দূরদর্শিতা আপনাকে আরও শক্তিশালী করুক’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ৬ অক্টোবরের নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাঁড়ানোয় আসিফ এখন একমাত্র প্রার্থী।

এর ফলে কোনও ভোটাভুটি ছাড়াই পরিচালক হচ্ছেন আসিফ। আর এই খবরে সবচেয়ে আবেগঘন প্রতিক্রিয়া এসেছে তার স্ত্রী বেগম সালমা আসিফ-এর পক্ষ থেকে।

এক ফেসবুক পোস্টে সালমা লিখেছেন—অভিনন্দন, আসিফ আকবর মিঠু। আমিও অন্যদের মতো আপনার একজন গর্বিত ভক্ত। আপনার মেধা, সততা ও প্রখর দূরদর্শিতা আপনাকে আরও শক্তিশালী করুক।
প্রাণে বাস করে আমাদের দেশ। দেশভক্তি নিঃশ্বাসে। নিজের ক্ষতি করেও অন্যের উপকার করার মানসিকতা আমাদের রক্তে।

তিনি আরও লেখেন—শূন্য থেকে শুরু করা একটি নাম আপনার। আগামী পথচলা হোক সাফল্যময়, মসৃণ ও প্রাণবন্ত—এই কামনা রইল।

‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত আসিফ আকবর দীর্ঘদিন ধরে দেশের সংগীতজগতে শীর্ষ জনপ্রিয়তার আসন ধরে রেখেছেন। এবার তার নতুন পরিচয় হতে যাচ্ছে একজন ক্রিকেট প্রশাসক হিসেবে।

গান, সামাজিক কর্মকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে ক্রীড়াক্ষেত্রেও তার সক্রিয়তা তাকে দিয়েছে এক ভিন্নমাত্রা।

বিসিবির পরিচালনা পর্ষদে যোগ দেওয়া মানে শুধু সম্মানজনক দায়িত্বই নয়, বরং ক্রিকেটের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ—যা নিয়ে আসিফ ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন মাধ্যমে।

প্রসঙ্গত, আসন্ন বিসিবি নির্বাচনে মোট ১৬ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন, যার মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল-ও রয়েছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!