কুষ্টিয়ার খোকসায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত সরকারের সংসদে নারী আসনে সংসদ সদস্য হতে তদবির করা এই অভিনেত্রী এবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে কেক কেটেছেন।
আওয়ামী লীগ সরকারের এমপি নির্বাচিত হতে দুই-দুইবার মনোনয়ন তোলা আলোচিত এই অভিনেত্রীর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কেক কাটার ভিডিওটি ভাইরাল হওয়ায় এই নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করছেন। বৃহস্পতিবার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আয়োজনে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে অপু বিশ্বাস এবং চিত্রনায়ক নিরব যোগ দেন।
অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় অপু বিশ্বাস বিএনপির গুণকীর্তন করেন। মঞ্চে কেক কাটায় অংশ নেন। অল্প সময় বক্তব্য রেখে মঞ্চ ছাড়েন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিএনপির অনুষ্ঠানের মঞ্চে কেক কাটার প্রস্তুতি চলছে। এ সময় তিনি স্বেচ্ছায় কেক কাটায় ব্যস্ত ছাত্রদলের সাবেক নেতার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। কেক কাটা হয়ে গেলে একজন সাবেক ছাত্রনেতা অপুর মুখে কেক তুলে দেন।
অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করবো এবং কথা বলবো বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্য আপনাদের কাছাকাছি আসি। জানতে পেরেছি আপনারা সেই দুপুর ১২টা থেকে গরমের মধ্যে বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ।’
তিনি আরও বলেন, ‘আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম। কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন,আমি চাইবো তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আশা করি আপনারা বাংলা চলচ্চিত্রের সাথেও থাকবেন।’