• ঢাকা
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

যে কারণে গরুর মাংস ছুঁয়ে দেখেন না সালমান খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:২১ পিএম
যে কারণে গরুর মাংস ছুঁয়ে দেখেন না সালমান খান
সালমান খান

ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় বলিউড ভাইজান সালমান খান। আর এর শুরুটা অভিনেতার গণেশপূজা পালন থেকে। ভিন্ন ধর্মের হয়েও পূজা-অর্চনায় অনুরাগ দেখে বিরক্ত তার মুসলিম ভক্তরা। এবার তা আরও উসকে দিল তার গোমাংস-বিমুখতা। গরু মায়ের মতো বলে গরুর মাংস খান না বলে জানিয়েছেন সালমান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসেছিলেন সালমান। সেই অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, দুই ধরনের খাবার ছাড়া তিনি সব খান। বলেছিলেন, ‘আমি সব খাই। কিন্তু আমি কখনো গোমাংস ও শূকরের মাংস খাই না।’

গরুর মাংস না খাওয়ার কারণ জানতে চাইলে ভাইজান বলেছিলেন, ‘গরু আমাদেরও মা। আমি গরুকে মায়ের মতো দেখি, কারণ আমার নিজের মা-ও হিন্দু। আমার বাবা মুসলিম। আর আমার দ্বিতীয় মা, হেলেন খ্রিষ্টান। আমি গোটা ভারতবর্ষ নিয়ে থাকি।’

সালমানের বাবা বলিউডের বর্ষীয়ান লেখক সেলিম খানেরও একই মত। সম্প্রতি গণেশপূজার সময় ভারতীয় সংবাদমাধ্যমকে গোমাংস নিয়ে তিনি বলেন, ‘ইন্দোর থেকে আজ পর্যন্ত, আমাদের বাড়িতে কখনোই গোমাংস ঢোকেনি। এমনকি আমরা কখনোই গোমাংস খাইনি। অনেকে খান, কারণ গোমাংস খুবই সস্তা। অনেকে আবার পোষ্য কুকুরকে খাওয়ানোর জন্য কেনেন।’

Link copied!