• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২, ৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটপাতে ভিড়ের মধ্যে হাঁটছিলেন অভিনেত্রী, অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৪:৩৬ পিএম
ফুটপাতে ভিড়ের মধ্যে হাঁটছিলেন অভিনেত্রী, অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটল
ডেইজি শাহ

মুম্বাইয়ে বেড়ে উঠেছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। শৈশব থেকেই মুখোমুখি হয়েছেন নানা হয়রানির। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, রাস্তায় হাঁটার সময় বহুবার অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন তিনি।

ডেইজি বলেন, ‘মুম্বাইয়ের ডোম্বিভলিতে এমন ঘটনা ঘটেছে, আমি স্রেফ ফুটপাত দিয়ে হাঁটছি, হঠাৎ একজন পাশ দিয়ে যাওয়ার সময় খুব খারাপভাবে ছুঁয়ে দিল। ভিড়ের মধ্যে এত দ্রুত সবকিছু ঘটল যে বুঝতেই পারলাম না, আসলে কে এই কাজটা করল।’

চিত্র:Daisy Shah at Alvira Khan‍‍`s Ahakzai fashion preview.jpg - উইকিপিডিয়া

কিন্তু শুধুই শৈশব নয়, চলচ্চিত্রের শুটিং সেটেও একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। রাজস্থানের জয়পুরের একটি বিখ্যাত হাভেলিতে গানের শুটিং চলাকালে শত শত মানুষ ও প্রায় ২০০ নৃত্যশিল্পীর ভিড়ে হট্টগোল শুরু হয়। সেই ভিড়েই আবারও আপত্তিকর আচরণের শিকার হন ডেইজি।

অভিনেত্রীর ভাষ্য, ‘শুটিং শেষ হতেই সবাই একসঙ্গে বের হচ্ছিল। তখন পেছন থেকে কেউ আমাকে ছুঁয়ে দেয়। আমি বাম-ডান কিছু না দেখে যাকে দেখেছি, তাকেই মারতে শুরু করি। এত রাগ হয়েছিল আমার!’

5 best Daisy Shah films to watch

ঘটনার পর বাইরে বেরোলে আরও বড় ধাক্কা খান তিনি। ডেইজি জানান, স্থানীয় এক ব্যক্তি তাকে হুমকি দেন, শায়েস্তা করার কথা বলেন। অভিনেত্রী সোজাসুজি জবাব দেন, ‘দেখাও, দেখি কী করতে পারো।’

অভিনেত্রী সর্বশেষ অভিনয় করেছেন ‘মিস্ট্রি অব দ্য ট্যাটু’ ছবিতে। তবে নতুন কোনো প্রজেক্টের কথা এখনো জানাননি তিনি।
 

Link copied!