বলিউড তারকা গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য জীবন দীর্ঘ ৩৭ বছরের। দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন। কিন্তু চলতি বছরের শুরুতে গুঞ্জন ওঠে, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। তখন অবশ্য সেই গুঞ্জন ধামাচাপা দিয়েছিলেন দুজনেই। কিন্তু সম্প্রতি সুনীতা আহুজার একটি ভ্লগ ফের উসকে দিল গোবিন্দ সঙ্গে তার ডিভোর্সের বিতর্ক। শুধু তাই নয়, গোবিন্দর বিরুদ্ধে অভিযোগ নিয়ে নাকি আইনি পথে হাঁটছেন সুনীতা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫-এর ধারা অনুযায়ী গোবিন্দর বিরুদ্ধে বান্দ্রা আদালতে পরকীয়াসহ কয়েকটি অভিযোগে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন সুনীতা। তাঁর অভিযোগ, গোবিন্দ পরকীয়ায় জড়িত ছিলেন, সংসারে নির্যাতন করেছেন এবং দাম্পত্যে প্রতারণা করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ মে আদালত গোবিন্দকে তলব করলেও তিনি হাজির হননি। এরপর আদালত তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছেন। অন্যদিকে সুনীতা গত জুন মাস থেকে নিয়মিত শুনানিতে ও আদালতের নির্দেশে পরামর্শদাতা সেশনে উপস্থিত থাকছেন।
এদিকে সুনীতা তার পছন্দের জায়গা মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে গিয়ে একটি ভ্লগ বানান। সেখানে অঝোরে কাঁদতে কাঁদতে সুনীতাকে বলতে শোনা যায়, আমি ছোট থেকে এই মন্দিরে আসছি। যখন গোবিন্দর সঙ্গে প্রথম দেখা হয় আমার তখনও আমি এখানে এসেছিলাম। একটা জিনিসই তখন চেয়েছিলাম যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয়। মা সে কথা আমার শুনেছিলেন। কিন্তু সবটুকু নিজের চাওয়া মতো হয় না জীবনে। কিন্তু মায়ের উপর ভরসা রাখি। আমি জানি যে যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে সে কখনই ভালো থাকবে না।
স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করলেও গোবিন্দর এক ঘনিষ্ঠ সূত্র হিন্দুস্থান টাইমসকে জানায়, এখন কিছু সমস্যা দেখা গেলেও ডিভোর্সের প্রশ্নই আসে না। মানুষ পুরোনো বিষয়গুলো আবার টেনে আনছে, আসলে এমন কিছু হচ্ছে না।
গোবিন্দ ও সুনীতা দুজনেই নীরব থাকলেও অভিনেতার ম্যানেজার শশী বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘সব দম্পতির মধ্যেই কিছু মতবিরোধ থাকে। এগুলো অনেক পুরোনো কথা, যেগুলোকে এখন মসলা মিশিয়ে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করার চেষ্টা করছে কিছু মানুষ ও মিডিয়া।’ সূত্র: হিন্দুস্থান টাইমস ও সংবাদ প্রতিদিন।


































