• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২,
  • ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

জন্মদিনে আইয়ুব বাচ্চুকে নিয়ে বিশেষ আয়োজন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০২:৪৮ পিএম
জন্মদিনে আইয়ুব বাচ্চুকে নিয়ে বিশেষ আয়োজন
আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত

কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন আজ। প্রতিবছর দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্ত-অনুরাগীরা নানা আয়োজনে এই বিশেষ দিনটি উদযাপন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। এদিকে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। শনিবার বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে তা অনুষ্ঠিত হবে।


‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এই আয়োজনে শনিবার (১৬ আগস্ট) শিল্পীর পরিবারের সদস্যরা ছাড়াও তাঁর দীর্ঘ সংগীতযাত্রার সহযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সুহৃদরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এলআরবি ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ।

তিনি জানান, অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করবেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, ফিডব্যাক ব্যান্ডের দলনেতা ও সংগীতায়োজক ফোয়াদ নামের বাবু, রেনেসাঁর নকীব খান, সোলসের পার্থ বড়ুয়া, দলছুটের বাপ্পা মজুমদারসহ অনেকে। আলোচনার পাশাপাশি এ প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় তুলে ধরা হবে আইয়ুব বাচ্চুর কালজয়ী কিছু সৃষ্টি।

Link copied!