জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদের আয়োজনে ৩ দিনব্যাপী ‘প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব-২০২৫’ শেষ হয়েছে।
বুধবার (২৫ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের পর্দা নামে।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উৎসবের বিচারক মণ্ডলীর সদস্য ও লেখক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু; নির্মাতা ও গণমাধ্যমকর্মী সাদিয়া খালেদ রিতি এবং চিত্রনাট্যকার-পরিচালক সৈয়দ আহমেদ শাওকি।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার কবির, জবি চলচ্চিত্র সংসদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দেবাশিষ বিশ্বাস পাভেল এবং উৎসব আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
‘যেখানে গল্প উড়ে যায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিনব্যাপী চলা এই উৎসবে ৬০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনী হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে। এ ছাড়া রোববার (২৮ জুন) গ্রীন ইউনিভার্সিটি ভেন্যুতে প্রদর্শিত হবে নির্বাচিত চলচ্চিত্রসমূহ।
সমাপনী অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র ও পরিচালকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা হলেন,
৫ মিনিটের নিচে ক্যাটাগরি
সেরা চলচ্চিত্র : জীবন ও জোয়ার, পরিচালনায় অতনু বিশ্বাস।
সেরা পরিচালক : সিফাত রহমান (নিছক দুঃস্বপ্ন নয়)।
১৫ মিনিটের নিচে ক্যাটাগরি
সেরা চলচ্চিত্র : প্রদোষে, পরিচালনায় মল্লিকা রায়।
সেরা পরিচালক : সাইদুস সালেহীন জাইয়ীম (কালাপাথর)।
উৎসবের সভাপতি আদনান মাহমুদ সৈকত বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ দীর্ঘদিন ধরে স্বাধীন ধারার চলচ্চিত্রচর্চায় অগ্রণী ভূমিকা রাখছে। এই উৎসব তারই একটি সৃজনশীল পরিণতি।”
ফেস্টিভ্যাল ডিরেক্টর রাগীব শাহরিয়ার সৈকত বলেন, “তরুণ নির্মাতাদের স্বপ্ন ও সৃজনশীলতা তুলে ধরাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। সারা দেশ থেকে আমরা যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে আমরা অনুপ্রাণিত।”
সার্বিক সমন্বয়কারী হাসিবুজ্জামান রিক বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রত্যেক সদস্যের সম্মিলিত প্রচেষ্টা এই উৎসবকে সফল করে তুলেছে।”
উৎসব কমিটিতে আরও ছিলেন, খায়রুল হাসান আকাশ, শামস হাসান সাজিদ, জারিন শেখ, রাশেদ হোসেন মৌমিত ও শাহরিয়া জাহান।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



































