• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মিষ্টি জান্নাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৪:০৬ পিএম
১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মিষ্টি জান্নাত
অভিনেত্রী মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

মানহানিকর মন্তব্যের জন্য ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতত। এদের মধ্যে রয়েছে তথাকথিত সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক ও টিকটক ব্যবহারকারী।

বুধবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, ‘কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর নামসহ ১২৭ জন আমার পেইজে বাজে কমেন্টকারী। এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেইসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার আইনজীবি এবং আমার ফ‍্যান-ফলোয়ার ও পরিবার কাজ করছেন।’

তিনি আরও বলেন, অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।

এই ঘটনায় ঢালিউড পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মিষ্টি জান্নাতের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!